Wednesday, December 30, 2020

প্রথমবারের মতো নারী বিমানবালা নিয়োগ দিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক:

প্রথমবারের মতো ৫০ সৌদি নারীকে বিমানবালা হিসেবে নিয়োগ দিয়েছে সৌদি মালিকাধীন বিমান সংস্থা। বিমানের নারী যাত্রীদের সেবা দিতে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। খবর সৌদি গেজেট।

খবরে বলা হয়, দুই মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে তারা প্রথম ধাপে জেদ্দা ও রিয়াদের বিমানবন্দরে কাজে যোগ দেবে।

সৌদি বিমান সংস্থা সম্প্রতি এক ঘোষণায় বিমানবালা হিসেবে নারীকর্মীদের নিয়োগদানের কথা জানায়। অবশ্য এর জন্য কমপক্ষে মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হতে হবে এবং ২০ থেকে ৩০ বছর বয়সী হতে হবে। তা ছাড়া ইংরেজি ভাষায় পর্যাপ্ত দক্ষতাও জরুরি।

সম্প্রতি সৌদি বিমান সংস্থা অভ্যন্তরীণ বিমান চলাচলে সহবিমানচালক পদে শতভাগ সৌদি নাগরিক নিয়োগ দিয়ে সৌদি তরুণদের কর্মমুখী করার চেষ্টা করছে।

গত জানুয়ারিতে সৌদির বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস এক বিবৃতিতে জানিয়েছিল, বিমানবালা হিসেবে সৌদি নারীদের নিয়োগ দেওয়া হবে। সৌদিতে এবারই প্রথম নারীদের এ পদের জন্য নিয়োগ দেওয়া হবে।

 

The post প্রথমবারের মতো নারী বিমানবালা নিয়োগ দিল সৌদি appeared first on Fateh24.



source https://fateh24.com/69576-2/

No comments:

Post a Comment