Thursday, December 31, 2020

ইয়েমেনের বিমানবন্দরে বিস্ফোরণে এ পর্যন্ত নিহত ২৬

ফাতেহ ডেস্ক:

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এডেনে আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক দফা বিস্ফোরণ ও গোলাগুলিতে এ পর্যন্ত নিহত হয়েছেন ২৬জন। আহত হয়েছেন আরও বহু লোক।

আহতদের অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে। বুধবার নবগঠিত সরকারের মন্ত্রিসভার সদস্যদের বহনকারী একটি বিমান সৌদি আরব থেকে বিমানবন্দরে অবতরণের পরপরই এই হামলার ঘটনা ঘটে। তবে প্রধানমন্ত্রী মঈন আব্দুল মালিক ও মন্ত্রিসভার সদস্যরা নিরাপদে রয়েছেন।

এখনো পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার না করলেও কর্মকর্তারা ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের দায়ী করছে। যদিও হুথিরা এ ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নাকচ করে দিয়েছে।

সম্প্রতি সৌদি সমর্থিত মন্ত্রীরা ও দক্ষিণাঞ্চলীয় কয়েকটি গোষ্ঠী নতুন সরকার গঠন করে। জাতিসংঘ এ সরকারকে স্বীকৃতি দিয়েছে ।

The post ইয়েমেনের বিমানবন্দরে বিস্ফোরণে এ পর্যন্ত নিহত ২৬ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8/

No comments:

Post a Comment