আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের আসাম বিধানসভায় রাষ্ট্র পরিচালিত মাদরাসাগুলো বন্ধের বিল পাস করেছে বিজেপি সরকার। বিরোধী দলের প্রতিবাদের মধ্যেই বুধবার আইনটি পাস করা হয়। এমনকি আইনটি নিয়ে বিরোধী দলের যথাযথ আলোচনার দাবি পর্যন্ত প্রত্যাখ্যান করেছে নির্বাচিত কমিটি। খবর এনডিটিভি।
এখন বিলটি অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে পাঠানো হবে। নতুন আইন অনুযায়ী, মাদরাসা খাতে আর কোনো সরকারি অর্থ ব্যয় করা হবে না। ২০২১ সালের ১ এপ্রিলের মধ্যে ৭০০-এর বেশি মাদরাসা বন্ধ করে সেগুলোকে সাধারণ বিদ্যালয়ে রূপান্তরিত করা হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী হিমান্তা বিশ্ব শার্মা তথ্যটি নিশ্চিত করেছেন।
ওই বিলের আওতায় আসাম রাজ্যে মাদরাসা শিক্ষা বোর্ড ভেঙে ফেলা হবে। তবে শিক্ষক এবং নন-টিচিং স্টাফদের ভাতা ও চাকরির শর্তে কোনো প্রভাব পরবে না।ওই বিলের আওতায় আসাম রাজ্যে মাদরাসা শিক্ষা বোর্ড ভেঙে ফেলা হবে। তবে শিক্ষক এবং নন-টিচিং স্টাফদের ভাতা ও চাকরির শর্তে কোনো প্রভাব পরবে না।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার খুব শিগগিরি বেসরকারি মাদরাসার বিষয়ে নতুন আরেকটি আইন পাস করবে। কওমি মাদরাসাগুলোতে ইসলামিক শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত ও অন্যান্য বিষয়গুলো পাঠ্যসূচিতে রাখলে কেবল সেগুলোকে পাঠদানের অনুমোদন দেয়া হবে। আমাদের মসজিদগুলোতে আর ইমামের প্রয়োজন নেই। সংখ্যালঘিষ্ট মুসলিম জনগোষ্ঠীর মধ্য থেকে আমাদের প্রয়োজন পুলিশ অফিসার, ডাক্তার, শিক্ষক ও আমলা। আমরা সকল মাদরাসাগুলোকে সাধারণ স্কুলে রূপান্তরিত করব। ওই স্কুলগুলোতে আর ধর্মীয় শিক্ষা দেয়া হবে না।
বিরোধী দল ওই আইনটির সমালোচনা করে বলেছে, হিন্দুদের দিয়ে মোদি সরকার সারাদেশে মুসলিম বিরোধী শাসন চালাচ্ছে। কংগ্রেস দলের আইনপ্রণেতা ওয়াজেদ আলী চৌধুরী বলেন, মুসলিমদের নিশ্চিহ্ন করতে আইনটি করা হয়েছে।
The post আসামে মাদরাসা বন্ধের আইন পাস appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8/
No comments:
Post a Comment