আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের গাজায় লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির ছবি সম্বলিত বিশাল বিলবোর্ড স্থাপিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ইজরাইল। খবর পার্সটুডে।
বার্তা সংস্থা ‘তাসনিম’ জানিয়েছে, সোমবার বিকেলে গাজার একটি সড়কে জেনারেল সোলাইমানির বিশাল ছবি স্থাপন করা হয়েছে। সেখানে হামাস নেতা ইসমাইল হানিয়ার বক্তব্য লেখা রয়েছে। জেনারেল সোলাইমানির জানাজায় অংশ নিয়ে ইসমাইল হানিয়া বলেছিলেন, ইরানের এই জেনারেল হচ্ছেন মসজিদুল আকসার শহীদ।
সোলাইমানির বিশাল ছবি স্থাপনের খবরে ক্ষুব্ধ হয়ে ইজরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আবিখাই আদরায়ি টুইটারে লিখেছেন, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। গাজার সড়কগুলোতে যখন কাসেম সোলাইমানির ছবি শোভা পাচ্ছে তখন কি আরব জনমত আপনাদের সাথে সহমর্মিতা দেখাবে?
সোমবার গাজায় ১৩টি প্রতিরোধ সংগঠনের যৌথ মহড়া চলার সময় কাসেম সোলাইমানির ওই বিশাল ছবি গাজায় স্থাপন করা হয়।
গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমান বন্দরের বাইরে মার্কিন হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানি মৃত্যুবরণ করেন।
The post গাজায় বিলবোর্ড, ক্ষুব্ধ ইজরাইল appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%81%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%87/
No comments:
Post a Comment