ফাতেহ ডেস্ক:
স্বাস্থ্যবিধি মেনে আইনজীবীদের জীবন-জীবিকার স্বার্থে সুপ্রিমকোর্টসহ দেশের সব আদালত চালুর আবেদন জানিয়েছে সাধারণ আইনজীবী পরিষদ।
বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট প্রঙ্গণে মানববন্ধন থেকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে এই আবেদন জানানো হয়। এসময় আইনজীবীরা জানান, তিন মাস ধরে নিয়মিত আদালত বন্ধ থাকায় অধিকাংশ আইনজীবী ও সংশ্লিষ্টরা অর্থ সংকটে পড়েছেন।
ইতোমধ্যে সরকার ভার্চুয়াল বিচার ব্যবস্থা চালু করেছে। দেশের ৯৫ শতাংশ আইনজীবীর প্রশিক্ষণ না থাকায় ও ইন্টারনেট সুবিধার অভাবে ভার্চুয়াল কোর্টে মামলা করতে পারছেন না। অধিকাংশ আইনজীবীর সঞ্চিত টাকা নেই।
আবেদনে উল্লেখ করা হয়, অধিকাংশ আইনজীবী স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত কোর্ট চালুর পক্ষে।
বর্তমানে করোনা পরিস্থিতির কারণে নিয়মিত কোর্ট না থাকায় সাজাপ্রাপ্ত আসামি, যাদের আপিল দায়রা জজ আদালতে ও হাইকোর্ট বিভাগে বিচারাধীন। তারা আইনের সুযোগ থেকে বঞ্চিত।
হাজারও আসামি পলাতক, তারা আইনের আশ্রয় লাভের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়ে ফেরারি জীবন-যাপন করছেন।
হস্তান্তরযোগ্য দলিল আইন ব্যতীত অন্য কোনো আইনে নতুন কোনো মামলা ফাইলিং হচ্ছে না। এ অবস্থায় আইনজীবীদের মাঝে মারাত্মক অসন্তোষ সৃষ্টি হয়েছে।
-এ
The post স্বাস্থ্যবিধি মেনে আদালত খোলার আবেদন appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4/
No comments:
Post a Comment