ফাতেহ ডেস্ক:
লিবিয়া ইস্যুতে ফ্রান্স ভয়ঙ্কর খেলায় মেতেছে বলে অভিযোগ করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, দেশটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গভার্নমেন্ট অব ন্যাশনাল একোর্ডের (জিএনএ) বিরোধিতা করছে ইউরোপীয় দেশটি। তাদের সমর্থন খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) প্রতি। মঙ্গলবার এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।
লিবিয়ায় ক্ষমতা দখল নিয়ে খলিফা হাফতার ও জিএনএ’র বিরোধিতা চলছে কয়েক বছর ধরে। হাফতারকে সমর্থন দিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাত, মিশর, ফ্রান্স ও রাশিয়া। আর জিএনএ-কে সমর্থন দিচ্ছে তুরস্ক।
এই ইস্যুতে গত কয়েক সপ্তাহ ধরেই তুরস্ক ও ফ্রান্সের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সম্পর্কিত এক বিবৃতিতে বলা হয়, লিবিয়ায় গত কয়েক বছর ধরে চলা সহিংসতার জন্য একমাত্র ফ্রান্স দায়ী। তাদের মদদেই সেখানে অসাংগঠনিক উপায়ে একটি শক্তির উৎপত্তি হয়েছে। যা ওই অঞ্চলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রেখেছে। তাদের এই ভয়ঙ্কর খেলার কারণেই লিবিয়ার মানুষ চরম কষ্টে দিন যাপন করছে।
গতকাল সোমবার ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনও একই অভিযোগের তীর ছুড়েছেন তুরস্কের উদ্দেশে। এক বিবৃতিতে তিনি বলেন, উত্তর আফ্রিকার দেশটিতে তুরস্ক ভয়ঙ্কর খেলা খেলছে। ন্যাটোভুক্ত কোনো সদস্য রাষ্ট্রের থেকে এ রকম আচরণ সহ্য করা হবে না।
সম্প্রতি হাফতারের দখলে থাকা গুরুত্বপূর্ণ অঞ্চল ও শহর নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে জিএনএ। এতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে হাফতার বাহিনী। সম্প্রতি সেখানে সরকারি বাহিনী আমিরাতের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। এসব কারণেই তুরস্ক ও ফ্রান্সের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে ন্যাটোর তত্ত্বাবধানে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে বৈঠকও হয়েছে। তবে তার কোনো প্রভাব পরিলক্ষিত হয়নি।
-এ
The post লিবিয়ায় ভয়ঙ্কর খেলায় মেতেছে ফ্রান্স: তুরস্ক appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ad%e0%a7%9f%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a4/
No comments:
Post a Comment