Tuesday, June 30, 2020

বুড়িগঙ্গায় লঞ্চ ডুবি: ২৭ ঘন্টা পর আরো এক মরদেহ উদ্ধার

ফাতেহ ডেস্ক:

ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চ থেকে ২৭ ঘন্টা পর আরো এক মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হলো।

মঙ্গলবার সকাল থেকেই ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ বাহিনীর ডুবুরি দল ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারের কাজ করছে। ইতোমধ্যে ১০টি এয়ার লিফটিং ব্যাগ ব্যবহার করে পাম্প দিয়ে ডুবে যাওয়া নৌযানটিকে কেরানীগঞ্জের বরফ কলের তীরে নেয়ার চেষ্টা চালানো হচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, নৌযানটি উদ্ধারে যৌথভাবে কাজ করছেন তারা। ইতোমধ্যে ডুবে যাওয়ার স্থান থেকে এয়ার লিফটিং ব্যাগের লাগিয়ে তীরে দিকে কিছুটা সরিয়ে আনা হয়েছে লঞ্চটিকে। এরপর বিআইডব্লটিএর উদ্ধারকারী জাহাজ দুরন্ত দিয়ে টেনে তোলা হবে। যেভাবে কাজ এগোচ্ছে তাতে হয়তো আজ দিনের মধ্যেই মর্নিং বার্ড লঞ্চটি উদ্ধার করা সম্ভব হবে।

সোমবার সকালে অর্ধশতাধীক যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা ছোট লঞ্চ মর্নিং বার্ড বুড়িগঙ্গার ফরাশগঞ্জ ঘাটে চাদঁপুরগামী ময়ূর দুই লঞ্চের ধাক্কা ডুবে যায়।

The post বুড়িগঙ্গায় লঞ্চ ডুবি: ২৭ ঘন্টা পর আরো এক মরদেহ উদ্ধার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%97%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b2%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf-%e0%a7%a8%e0%a7%ad/

No comments:

Post a Comment