Monday, June 29, 2020

পাকিস্তান স্টক একচেঞ্জে গ্রেনেড হামলা, নিহত ৯

ফাতেহ ডেস্ক:

পাকিস্তানে স্টক একচেঞ্জ ভবনে এক সন্ত্রাসী হামলায় অন্তত ৯ জন নিহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছে ৪ হামলাকারী।

আলজাজিরা জানায়, করাচিতে পাকিস্তান স্টক একচেঞ্জ ভবনে এই হামলা চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত বহু।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীদের হামলায় চার নিরাপত্তা রক্ষী ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

গ্রেনেড ও বন্দুক নিয়ে স্টক একচেঞ্জের ভবনে হামলা চালায় সন্ত্রাসীরা। উচ্চ-সুরক্ষিত এলাকায় ভবনটিতে অনেক প্রাইভেট ব্যাংকের প্রধান অফিস।

করাচি পুলিশের প্রধান ঘুলাম নবী মেমন বলেন, ঘটনায় চার হামলাকারী নিহত হয়েছে, তারা করোলা কারে করে আসে। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, সন্ত্রাসীরা প্রথমে স্টক এক্সচেঞ্জের মূল গেটে গ্রেনেড হামলা চালায়। এরপর বিল্ডিং চত্বরে ঢুকে গুলি চালাতে শুরু করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে।

-এ

The post পাকিস্তান স্টক একচেঞ্জে গ্রেনেড হামলা, নিহত ৯ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%95-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9a%e0%a7%87%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87/

No comments:

Post a Comment