Thursday, June 25, 2020

নমুনা দিতে কেন্দ্র ও বুথে প্রতিদিনই বাড়ছে ভিড়

ফাতেহ ডেস্ক:

করোনার নমুনা দিতে কেন্দ্র ও বুথে প্রতিদিনই ভিড় বাড়ছে। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও স্যার সলিমুল্লাহ মেডিকেলে নিজস্ব পিসিআর ল্যাব থাকায় একদিনের মধ্যেই করোনা পরীক্ষার ফল পাওয়া যাচ্ছে। এছাড়াও বঙ্গবন্ধু মেডিকেলে প্রতিদিন সংগ্রহ করা হচ্ছে ৪০০ নমুনা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সকাল থেকেই নমুনা দিতে আসা লোকজনের ভিড় সকাল থেকেই দেখা যায়। হাসপাতালটিতে করোনা পরীক্ষার জন্য অনলাইনে সিরিয়াল নিতে হয়। প্রতিদিন পরীক্ষার জন্য যে কোটা বরাদ্দ থাকে, তা অনলাইনে দ্রুতই পূরণ হয়ে যায় বলে অভিযোগ অনেকের।

কর্তৃপক্ষ জানায়, নমুনা দিতে করোনার উপসর্গ থাকা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে বলে এ সমস্যা তৈরি হচ্ছে। একই অবস্থা রাজধানীর অন্যান্য করোনা শনাক্তে নমুনা সংগ্রহের কেন্দ্র ও বুথগুলোয়। তবে বেসরকারি পর্যায়ে পিসিআর ল্যাব ও দক্ষ টেকনোলজিস্ট এর অভাবে ফল পেতে দেরি হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।

The post নমুনা দিতে কেন্দ্র ও বুথে প্রতিদিনই বাড়ছে ভিড় appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a5%e0%a7%87/

No comments:

Post a Comment