Saturday, June 27, 2020

গায়ের জোরে বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়াচ্ছে সরকার: রিজভী

ফাতেহ ডেস্ক:

দুর্নীতি করতেই গায়ের জোরে বছরে কয়েকবার বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার (২৭ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন ফিউচার অব বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন।

এতে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বারবার বৃদ্ধির সরকারি যে সিদ্ধান্ত নেয়া হচ্ছে তার সমালোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা রিজভী বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই বিদেশে টাকা পাচার করতে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়াচ্ছে।

দেশের মানুষ করোনা আক্রান্ত হয়ে রাস্তাঘাটে মারা যাচ্ছে, যা আওয়ামী লীগ সরকারের উপহার বলে মন্তব্য করেন রিজভী।

-এ

The post গায়ের জোরে বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়াচ্ছে সরকার: রিজভী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a7%8e-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2/

No comments:

Post a Comment