ফাতেহ ডেস্ক:
একদিন আগে করাচির স্টক এক্সচেঞ্জ ভবনে হামলার সাথে ভারত জড়িত। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
মঙ্গলবার (৩০ জুন) পাকিস্তানের সংসদে তিনি একথা বলেন।
সোমবার (২৯ জুন) গ্রেনেড নিয়ে চারজন বন্দুকধারী পাকিস্তানের স্টক এক্সচেঞ্জে হামলা চালায়। এতে দুজন নিরাপত্তারক্ষী ও একজন পুলিশ নিহত হয়। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের প্রত্যেককে হত্যা করেছে।
এদিকে ভারত জানিয়েছে, এ ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
তবে ইমরান খান বলেন, কোনো সন্দেহ নেই যে এই হামলার পেছনে ভারতের হাত আছে। গত দুই মাস যাবত আমার মন্ত্রীসভা জানতো যেকোনো একটি হামলা হবে। আমি আমার মন্ত্রীদের জানিয়েছিলাম। আমাদের সব সংস্থা সর্বোচ্চ সতর্ক ছিল।
The post পাকিস্তানে হামলার পেছনে ভারত দায়ী, দাবি ইমরান খানের appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9b%e0%a6%a8%e0%a7%87/
No comments:
Post a Comment