ফাতেহ ডেস্ক:
সাভারের আশুলিয়ায় ভয়াবহ আগুনে টিনশেডের মোটরসাইকেল ওয়ার্কশপের পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়ার পলাশবাড়ীতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন মোটরসাইকেল ওয়ার্কশপে এই আগুনের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
এ সময় আগুনের তীব্রতা অনেক বেশি থাকায় ও আশপাশে পানির উৎস খুঁজে পেতে আগুন নেভাতে তাদের বেগ পেতে হয়।
পরে তাদের তিনটি ফায়ার ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে গ্যারেজের ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।
তিনি আরও জানান, প্রধান মোটরসাইকেল নামে পুড়ে যাওয়া একটি ওয়ার্কশপের ভেতরে ইলেকট্রিক যন্ত্রাংশের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরে গ্যারেজের ভেতরে রাখা অকটেন জাতীয় জ্বালানির সংস্পর্শে আসলে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। তবে আগুন পার্শ্ববর্তী হাবিব হাসপাতাল ও কাঠের দোকানে ছড়ানোর পূর্বে ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে বলে জানান তিনি।
The post আশুলিয়ায় আগুন: ওয়ার্কশপের ৫ দোকান ভস্মীভূত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b6%e0%a6%aa%e0%a7%87/
No comments:
Post a Comment