ফাতেহ ডেস্ক:
করোনা পরিস্থিতির কারণে এ বছর বিদেশি যাত্রীদের হজ স্থগিত হওয়ায় নিবন্ধিতদের টাকা ফেরত দেবে এজেন্সিগুলো। আগামী ১২ জুলাই থেকে নিবন্ধিত হজযাত্রীরা টাকা ফেরত নিতে পারবেন। তবে এ জন্য আবেদন করতে হবে অনলাইনে। যারা টাকা তুলে নিলে নিবন্ধন বাতিল হয়ে যাবে। আর কেউ টাকা না নিলে আগামী বছর অগ্রাধিকার পাবেন।
মঙ্গলবার হজ এজেন্সি মালিকদের সংগঠন- হাবের বৈঠক শেষে এসব জানিয়েছেন হাব সভাপতি শাহাদাত হোসেন তসলিম।
বৈঠক শেষে জানানো হয়-
১। চলতি বছরের প্রাক-নিবন্ধন এবং নিবন্ধন যথারীতি ২০২১ (১৪৪২ হিজরি) সালের প্রাক-নিবন্ধন এবং নিবন্ধন হিসেবে কার্যকর থাকবে।
২। আগামী বছর কোনো কারণে হজ প্যাকেজের ব্যয় বৃদ্ধি বা হ্রাস পেলে তা বর্তমানে হজযাত্রীর জমাকৃত অর্থের সাথে সমন্বয় করা হবে।
৩। কোন হজযাত্রী নিবন্ধন বাতিল করলে নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যেতে হবে।
৪। সরকারি ব্যবস্থাপনার কোন যাত্রী হজের টাকা উত্তোলন করতে চাইলে অনলাইনে মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করবেন। এতে কোন প্রকার সার্ভিস চার্জ ছাড়াই সমুদয় অর্থ ফেরত দেয়া হবে। সেই সাথে তার প্রাক নিবন্ধন বাতিল হয়ে যাবে।
৫। বেসরকারি হজ ব্যবস্থাপনার যাত্রী নিবন্ধন বাতিল করে টাকা উত্তোলন করতে চাইলে এজেন্সির মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এজেন্সির মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে জমাকৃত অর্থ ফেরত দেয়া হবে।
৬। সরকারি অথবা বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের টাকার জন্য আগামী ১২ জুলাইয়ের পর আবেদন করতে হবে।
সভায় মরহুম ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহ’র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
-এ
The post হজ যাত্রীদের টাকা ১২ জুলাই থেকে ফেরত appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%9c-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be/
No comments:
Post a Comment