ফাতেহ ডেস্ক:
চট্টগ্রামে প্রথম প্লাজমা চিকিৎসা নেওয়া ডা. সামিরুল ইসলাম আর নেই। (ইন্না নিল্লাহি ওয়া ইনা এলাইহি রাজিউন)।আজ (বুধবার) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সামিরুল ইসলাম বাবু করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়। প্লাজমা দেয়ার পরে অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে একটু ভালোর আশায় ভর্তি করা হয়েছিল মেট্রোপলিটন হাসপাতালে।
হাসপাতালের মহাব্যবস্থাপক ডা. মোহাম্মদ সেলিম বলেন, আজ (বুধবার) সকালে হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুতে সামাজিক, পেশাজীবি নানান সংগঠন শোক প্রকাশ করে।
গত ২৬ মে রক্তের প্লাজমা দেওয়া হয় চমেক হাসপাতালের এ চিকিৎসককে।
-এ
The post করোনায় আরো এক চিকিৎসকের মৃত্যু appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae-2/
No comments:
Post a Comment