Saturday, October 3, 2020

বেফাকর ভারপ্রাপ্ত মহাসচিব হলেন মাওলানা মাহফুজুল হক

ফাতেহ ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকর ভারপ্রাপ্ত মহাসচিব হলেন মাওলানা মাহফুজুল হক। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিভিন্ন সূত্রে আমরা প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত হয়েছি।

আজ (৩ অক্টোবর) শনিবার আমেলা বৈঠক রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় অবস্থিত বেফাকের কেন্দ্রীয় অফিসের পাশে শাহজালাল কনভেনশন সেন্টারে শুরু হয়েছে। এতে প্রথম ধাপের সভাপতিত্ব করেছেন আল্লামা আব্দুল কুদ্দস।

জানা যায়, বৈঠকের শুরতেই বেফাকের সাবেক চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী রহ. এর মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর আল্লামা মাহমুদুল হাসান সভাপতি নির্বাচিত হওয়ার পর সমাপনী পর্বে সভাপতিত্ব করেছেন আল্লামা মাহমুদুল হাসান।

জানা যায়, নব মনোনীত বেফাকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হসানেরর প্রস্তাবে সিনিয়র সহ-সভাপতি নির্বাচন করা হয় আল্লামা নূর হোসাইন কাসেমীকে। এর আগে আমেলা সদস্যদের ব্যালটবাক্সের মাধ্যমে বেফাকের সভাপতি নির্বাচন করা হয়। সভাপতি নির্বাচিত হোন আল্লামা মাহমুদুল হাসান।

ব্যালটবাক্সের গণনা অনুযায়ী আল্লামা মাহমুদুল হাসান পেয়েছেন ৬৪ ভোট। আল্লামা নূর হোসাইন কাসেমী পেয়েছেন ৫০ ভোট। আর আল্লামা জুনায়েদ বাবুনগরী পেয়েছেন মাত্র ৩ ভোট।

জানা যায়, এর আগে বেফাকের বর্তমান সিনিয়র সহ-সভাপতি আল্লামা আব্দুল কুদ্দুস পদত্যাগপত্র জমা দেন। তারপরই নব নির্বাচিত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান প্রস্তাব দিলে অন্যান্য আমেলা সদস্যগণ তা মেনে নেন।

ব্যালটবাক্স নির্বাচনে ‘নির্বাচন কমিশনার’ ছিলেন তিনজন। তারা হলেন, বেফাকের সহ-সভাপতি ও খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম আল্লামা নূরুল ইসলাম জিহাদী, বেফাকের সহ-সভাপতি ও হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের মাদরাসায়ে নূরে মদিনা এর মুহতামিম আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী ও বেফাকের আরেকজন সহ-সভাপতি, রাজধানীর ঢালকানগর মাদরাসার মুহতামিম আল্লামা জাফর আহমদ।

আল্লামা আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের আমেলা বৈঠকে উপস্থিত ছিলেন, বেফাকের সহ-সভাপতি আল্লামা নুর হোসাইন কাসেমী, আল্লামা মাহমুদুল হাসান, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামীদ, আল্লামা নূরুল ইসলাম জিহাদী, আল্লামা সাজিদুর রহমান, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা আব্দুল বারী ধর্মপুরী, মাওলানা শায়খ জিয়াউদ্দীন, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা আব্দুল হক, বেফাকের সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মুফতি আহমদ আলী, মাওলানা আব্দুর রশীদ, নুর আহমদ কাসেম, মুফতি মিজানুর রহমান সাঈদ, ঢালকানগরের মাওলানা জাফর আহমদ, মাওলানা মুসলেহুদ্দীন রাজু, চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করীম, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফিজ্জী, বরিশালের মাওলানা উবায়দুর রহমান মাহবুব, আরজাবাদের মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, জামিয়া সাহাবানিয়ার মাওলানা নেয়ামাতুল্লাহ, মাদারীপুরের মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী, বেফাকের সহকারী মহাসচিব মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা নূরুল আমিন, মাওলানা কেফাযেতুল্লাহ আজহারী, মাওলানা মুবারাকুল্লাহ, বেফাকের কোষাধ্যক্ষ মুফতি মুনীরুজ্জামান, মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী প্রমূখ।

The post বেফাকর ভারপ্রাপ্ত মহাসচিব হলেন মাওলানা মাহফুজুল হক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf/

No comments:

Post a Comment