Thursday, October 1, 2020

আর্মেনিয়া ও আজারবাইজানকে আলোচনায় বসার আমন্ত্রণ জানালো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

আর্মেনিয়া ও আজারবাইজানকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইখুন বাইরামোভ এবং আর্মেনীয় পররাষ্ট্রমন্ত্রী জোহরাব মুনাতসাকানিয়ানের সঙ্গে পৃথক টেলিফোনালাপে এ প্রস্তাব দিয়েছেন। খবর মস্কো টাইমসের।

এসময় রুশ পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধকে উসকে দেয় এমন বক্তব্য পরিহার করার জন্য দুই দেশের নেতাদের প্রতি আহ্বান জানান।

ল্যাভরভ বলেন, তার দেশ রাজনৈতিক ও কূটনৈতিক পন্থায় কারাবাখ নিয়ে সৃষ্ট সংকটের সমাধান করার চেষ্টা করবে। তিনি দু’দেশের নেতাদেরকে মস্কোয় গিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন।

গত রোববার সকাল থেকে এ পর্যন্ত আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সীমান্ত সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছেন।

১৯৮০’র দশকের শেষদিকে কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুরু হয়। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের মুহূর্তে সংঘর্ষ চূড়ান্ত আকার ধারণ করে। ১৯৯৪ সালে দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত এ সংঘর্ষে ৩০ হাজার মানুষ প্রাণ হারায়। কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভেতরে হলেও আর্মেনিয়া সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে জাতিগত আর্মেনীয়রা।

The post আর্মেনিয়া ও আজারবাইজানকে আলোচনায় বসার আমন্ত্রণ জানালো রাশিয়া appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87/

No comments:

Post a Comment