Thursday, October 1, 2020

আরও ৩ বছরের জন্য ওয়াসার এমডি হলেন তাকসিম

ফাতেহ ডেস্ক:

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

এতে বলা হয়, পানি সরবরাহ ও পয়নিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ২৮(২) ধারা মােতাবেক প্রকৌশলী তাকসিম এ খান-কে তার বর্তমান চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর অর্থাৎ ১৪ অক্টোবর হতে তিন বছরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনঃনিয়োগের জন্য সরকারের অনুমোদন নির্দেশক্রমে জ্ঞাপন করা হলাে।

গত ১৯ সেপ্টেম্বর ঢাকা ওয়াসা বোর্ডের ৯৭তম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ৯ জন সদস্যের মধ্যে ৬ জন চুক্তির মেয়াদ বাড়ানোর পক্ষে মত দেয়। এ কারণে বোর্ড প্রকৌশলী তাকসিমের মেয়াদ বাড়ানোর পক্ষে স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে।

প্রকৌশলী তাকসিম এ খান ২০০৯ সালে প্রথম ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পান। এরপর চারবার তার চুক্তির মেয়াদ বাড়ায় ওয়াসা বোর্ড। পঞ্চম দফা চুক্তির সময়সীমা শেষ হচ্ছে আগামী ১৪ অক্টোবর। নতুন করে চুক্তির মেয়াদ বাড়াতে গত ২৬ আগস্ট অনুষ্ঠিত বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা হয়। পরে স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠানো হয়।

The post আরও ৩ বছরের জন্য ওয়াসার এমডি হলেন তাকসিম appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a9-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%ae/

No comments:

Post a Comment