Sunday, October 4, 2020

পরীক্ষা না নিয়েই পরবর্তী সেমিস্টার শুরু করবে ঢাবি

ফাতেহ ডেস্ক:

করোনা মহামারীতে শিক্ষার্থীদের সেশনজটে পড়ার ঝুঁকি বিবেচনায় নিয়ে পরীক্ষা না নিয়েই অনলাইনে পরবর্তী সেমিস্টারের ক্লাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

সম্প্রতি সব বিভাগ ও ইনস্টিটিউটকে পরের সেমিস্টারের ক্লাস শুরু করার জন্য বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কার্যালয় থেকে এক নোটিশ জারি করা হয়েছে।নোটিশে বলা হয় অনলাইনে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষকরা নিয়মিত ক্লাস নিচ্ছেন।

ঢাবি ডেপুটি-রেজিস্টার মুন্সী শামস উদ্দিনের বরাতে ইউএনবি এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, ঢাবি ভিসি অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক ক্ষয়ক্ষতি কমাতে আমরা পরবর্তী সেমিস্টার ক্লাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভার্চুয়ালি পরীক্ষা নেয়ার মতো আমাদের কাছে কোনও বিশ্বাসযোগ্য সফ্টওয়্যার নেই। আমরা অনলাইনে পরীক্ষা নেয়ার বিষয়ে ভাবছি না। বিশ্ববিদ্যালয় পুনরায় খোলার পরে পরীক্ষা নেয়া হবে।’

The post পরীক্ষা না নিয়েই পরবর্তী সেমিস্টার শুরু করবে ঢাবি appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80/

No comments:

Post a Comment