Thursday, October 1, 2020

বৈশ্বিক উষ্ণতার কারণে দ্রুত বাড়ছে রাতের তাপমাত্রা

ফাতেহ ডেস্ক:

বৈশ্বিক উষ্ণতার কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে দিনের চেয়ে রাতের তাপমাত্রা দ্রুত গতিতে বাড়ছে। দিন ও রাতের ওপর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাব নিয়ে গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

২০১৭ সাল পর্যন্ত ৩৫ বছরে দিন ও রাতের তাপমাত্রা পর্যবেক্ষণ করে এ তথ্য জানিয়েছেন গবেষকরা। ইউরোপ, পশ্চিম আফ্রিকা, দক্ষিণ আমেরিকার পশ্চিমাঞ্চল এবং মধ্য এশিয়াসহ বিশ্বের দুই-তৃতীয়াংশ অঞ্চলে রাতের তাপমাত্রা, আর যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল, মেক্সিকো এবং মধ্যপ্রাচ্যে দিনের চেয়ে রাতে দ্রুতগতিতে তাপমাত্রা বাড়ছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে বন্যপ্রাণীদের ওপর।

জলবায়ু পরিবর্তনের সাথে সাথে তাদের খাপ খাওয়ার ক্ষমতাও পরিবর্তন হবে। তীব্র দাবদাহের সময় রাতে তাপমাত্রা কিছুটা কম থাকায়, সেসময় ঠান্ডা হতে পারে মানুষ এবং বন্যপ্রাণি।

গবেষকরা বলছেন, ”রাতের তাপমাত্রা দ্রুত বাড়তে থাকলে রাতেও স্বস্তি পাবে না মানুষ ও বন্যপ্রাণিরা।”

The post বৈশ্বিক উষ্ণতার কারণে দ্রুত বাড়ছে রাতের তাপমাত্রা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%89%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%8d/

No comments:

Post a Comment