Friday, October 2, 2020

আজ বেফাকের মজলিসে আমেলার বৈঠক

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’ (বেফাক) এর মজলিসে আমেলা বৈঠক আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে।

জানা যায়, রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর কাজলায় অবস্থিত বেফাকের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক। এর আগে কয়েকবার আমেলা বৈঠক হওয়ার কথা থাকলেও নানা বাধাবিপত্তি থাকার কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি। আল্লামা শাহ আহমদ শফী রহ. পরবর্তী নেতৃত্ব ঠিক হচ্ছে এবারের মজলিসে আমেলায়। তাই এ বৈঠক অতিব গুরুত্বপূর্ণ। এদিকে মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস পদত্যাগ করবেন বলে জানা গেছে। সম্মেলনে মনোনীত হবেন বেফাকের চেয়াম্যান, মহাসচিব ও হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান।

আজকেই এ প্রথম আল্লামা শাহ আহমদ শফী রহ. ছাড়া বসতে যাচ্ছে কোনো আমেলা বৈঠক। তাই তার অনুপস্থিতি সকল আমেলা সদস্য ভারাক্রান্ত মনেই যোগ দিচ্ছেন বৈঠকে।

তিনটি বিষয় বাস্তবায়ন হতে পারে আজকের আমেলা বৈঠকে। বিষয় তিনটি হলো, শূন্য হওয়া চেয়ারম্যান পদে সভাপতি মনোনয়ন। বর্তমান মহাসচিবের পদত্যাগপত্র জমাদান ও গ্রহণ। পদত্যাগপত্র গ্রহণের পর শূন্য মহাসচিব পদে নতুন মহাসচিব মনোনয়ন। এছাড়া কওমি মাদরাসার সরকার স্বীকৃত সর্বোচ্চ ফোরাম ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর গঠনতন্ত্র মোতাবেক বেফাকের সভাপতি যিনি হবেন তিনিই হবেন আল-হাইয়াতুল উলইয়ার সভাপতি। একইভাবে বেফাকের সিনিয়র সহসভাপতি যিনি হবেন তিনিই আল হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান হবেন। সে হিসেবে বেফাকের শূন্য পদগুলো নির্বাচনের মাধ্যমে খালি হওয়া আল হাইয়াতুল উলইয়ার পদও পূর্ণ করা হবে বলে জানা গেছে।

-এ

The post আজ বেফাকের মজলিসে আমেলার বৈঠক appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0/

No comments:

Post a Comment