Sunday, October 4, 2020

আক্রমণের মিথ্যা খবর ছড়াচ্ছে আর্মেনিয়া : আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক:

নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে চলমান সংঘাতে আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গানজাতে আর্মেনিয়া গোলা ছোড়ার দাবি করলেও তা নাকচ করে দিয়েছে আজারবাইজান। দেশটি দাবি করেছে, গানজার কোনও সামরিক স্থাপনায় আঘাত হয়নি। খবর বিবিসি।

রবিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আর্মেনীয় সেনারা গানজাতে গোলাবর্ষণ করছে। এই ঘটনা স্পষ্টভাবে উসকানিমূলক। এতে সংঘাত আরও বাড়ছে।

পরে আরেক বিবৃতিতে আজেরিরা দাবি করে, গানজা শহরের সামরিক স্থাপনায় গোলাবর্ষণ সম্পর্কে আর্মেনীয়দের দাবি মিথ্যা। শত্রুদের গোলাবর্ষণে সামরিক অবকাঠামো ও ঐতিহাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাগোরনো-কারাবাখ কর্তৃপক্ষ এর আগে দাবি করে, আর্মেনীয় বেসামরিক নাগরিকদের ওপর হামলায় ব্যবহৃত গানজা সামরিক বিমানবন্দর ধ্বংস করা হয়েছে। তাদের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহর হয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন।

 

The post আক্রমণের মিথ্যা খবর ছড়াচ্ছে আর্মেনিয়া : আজারবাইজান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%96%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%be%e0%a6%9a/

No comments:

Post a Comment