ফাতেহ ডেস্ক:
ফরিদপুরের আলফাডাঙ্গায় আগুনে পুড়ে গেছে সাতটি দোকান। এর ফলে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে আলফাডাঙ্গা উপজেলা সদরের বাজারের চৌরাস্তা এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। পরে ফরিদপুরের বোয়ালমারী থেকে দমকল বাহিনীর একটি দল এসে দুই ঘন্টার চেষ্টায় বিকেল সোয়া ৪টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো নুরুল মেডিসিন কর্ণার, ইমরান টেলিকম, পিয়া স্টোর, পাইকারি মুদী ব্যবসায়ী গৌরাঙ্গ দোকান, সিরাজ মিয়ার একটি চায়ের দোকান, পলাশ মৃধার বিকাশের দোকান ও গৌতম বিশ্বাসের সেলুন।
নূরুল মেডিসিন কর্নারের ইয়াছিন আরাফাত জানান, আগুনে ৫০ হাজার নগদ টাকাসহ ব্যপাক ক্ষতি হয়েছে।
আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সহ-সভাপতি কামরুল ইসলাম বলেন, আগুনে ওষুধের দোকান ও মুদী ব্যবসায়ীর প্রচুর ক্ষতি হয়েছে। তিনি বলেন, ক্ষতির পরিমাণ ৫০ লাখের নিচে হবে না।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার মো. ওহিদুজ্জামান খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
-এ
The post আলফাডাঙ্গায় আগুনে ৭টি দোকান পুড়ে ছাই appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a1%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%ad%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%8b/
No comments:
Post a Comment