Sunday, June 21, 2020

গাজায় খাদ্য সঙ্কটে ১০ লাখ ফিলিস্তিনি!

ফাতেহ ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় ১০ লাখ ফিলিস্তিনি শরণার্থী খাদ্য সংকটে পড়েছেন। দখল পরিকল্পনাকে সামনে রেখে সব রাস্তা বন্ধ করেছে ইসরায়েলি সেনারা। এর সঙ্গে জাতিসংঘের ত্রাণ কার্যক্রমে বৈশ্বিক অনুদান বন্ধ করে দেয়ার ঘোষণায় বিপদে পড়েছেন সেখানকার শরণার্থীরা।

গতকাল বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে দ্য পপুলার কমিটি টু এন্ড গাজা’স সেইজের চেয়ারম্যান জামাল আল-খোউদারি এসব কথা বলেন।

তিনি বলেন, ত্রাণ সরবরাহে এতদিন যারা এখানে সহায়তা করে আসছিল, তাদের ওই সিদ্ধান্তে সমস্যা দেখা দিয়েছে। সেইসঙ্গে রাস্তা বন্ধ করে দেয়ায় অন্য কোনো সুযোগও নেই এখন। চরম বিপদে পড়েছেন শরণার্থীরা।

তিনি আরো বলেন, ফিলিস্তিনি শরণার্থীদের উদ্দেশে জাতিসংঘের ত্রাণ কার্যক্রম-ইউএনআরডব্লিউএ বছরে ৩৬০ মিলিয়ন ডলার অনুদান পেত। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়েছে সে অনুদান বন্ধ করে দেবে। যার কারণে এই কার্যক্রম এখন মুখ থুবড়ে পড়েছে। এখন খাদ্য সঙ্কটে আছে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি শরণার্থী।

জামাল আল-খোউদারি বলেন, ২০০৬ সাল থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা উপত্যকার সীমান্ত বন্ধ করে রেখেছে। পশ্চিম তীরে দখল পরিকল্পনাকে কেন্দ্র করে সেই কার্যক্রম আরো কঠোর করা হয়েছে। তাদের এসব কার্যক্রমে এখানে দারিদ্র্যের হার ও বেকারত্ব এখন আকাশচুম্বী। এখন নতুন করে যোগ হলো জাতিসংঘের অসহযোগিতা।

-্এ

The post গাজায় খাদ্য সঙ্কটে ১০ লাখ ফিলিস্তিনি! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a6%9f%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96/

No comments:

Post a Comment