ফাতেহ ডেস্ক:
গ্রিসের উত্তরের প্রতিবেশী নর্থ মেসিডোনিয়ায় একটি ট্রাকে ৬৪ জন বাংলাদেশিকে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, অভিবাসী প্রত্যাশী এই ব্যক্তিদের গ্রীস সীমান্তের একটি হাইওয়ে থেকে উদ্ধার করা হয়।
দক্ষিণ-পূর্বাঞ্চলের স্ট্রমাইকা এলাকার কাছে সোমবার সন্ধ্যার পর নিয়মিত টহলের সময় পুলিশ ট্রাকটি চ্যালেঞ্জ করলে ড্রাইভার পালিয়ে যায়।
পুলিশের পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে মঙ্গলবার এই খবর দেয়া হয়। অভিবাসীদের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
ওই ৬৪ জনকে আটক দেখিয়ে গেভিয়ালিয়া নামের একটি সীমান্ত শহরে রাখা হয়েছে। সবাইকে গ্রীসে ফেরত পাঠানো হবে।
বলকান মাইগ্রেশন রুট নামে পরিচিত এই অঞ্চল দিয়ে অধিকাংশ মানুষ সাবেক যুগোস্লাভিয়া থেকে বিভিন্ন দেশে পাচার হতো। ২০১৫ সালের দিকে এটি বন্ধ হয়ে যায়।
নর্থ মেসিডোনিয়া-গ্রীস সীমান্তও চলতি বছরের শুরু থেকে কভিড-১৯ মহামারীর কারণে বন্ধ আছে। তারপরেও মানবপাচার থেমে নেই।
-এ
The post নর্থ মেসিডোনিয়ায় ট্রাক থেকে ৬৪ বাংলাদেশি উদ্ধার appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95-%e0%a6%a5/
No comments:
Post a Comment