Monday, June 22, 2020

মিজোরামে ৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও

ফাতেহ ডেস্ক:

কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফা ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ। ভারতের মিজোরামে দ্বিতীয় দফা এ ভূমিকম্পের মাত্রা ৫.৮ ছিল বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র।

সংস্থাটি জানায়, বাংলাদেশ সময় ভোর ৪টা ৪০ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের উত্তর ভানলাইফাই থেকে ১৮ কিলোমিটার পূর্বে।

ভূমিকম্পটি ভারত ছাড়া বাংলাদেশ ও মিয়ানমারেও অনুভূত হয়। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্রের টুইটের বরাত দিয়ে এই সময় জানিয়েছে, সোমবার স্থানীয় সময় ভোর ৪.১০টা কেঁপে ওঠে মিজোরাম। চম্ফাইতে ভূমি থেকে ২০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উপকেন্দ্র।

এর আগে রবিবার বিকেলেও ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মিজোরামের আইজলে। বাংলাদেশ থেকেও তা অনুভূত হয়।

আইজলের থেকে ২৫ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে ভূমি থেকে ৩৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উপকেন্দ্র। এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

এছাড়া ১৮ জুন মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলো। ওইদিন কম্পনের তীব্রতা ছিল ৫। মিজোরামের চম্ফাইতে ভূমি থেকে ৮০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উপকেন্দ্র।

-এ

The post মিজোরামে ৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a7%ab-%e0%a7%ae-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%82%e0%a6%ae%e0%a6%bf/

No comments:

Post a Comment