ফাতেহ ডেস্ক:
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি। আজ মঙ্গলবার তেহরানে আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সালেহি বলেন, আইএইএ-কে অবশ্যই সব দেশের প্রতি নিরপেক্ষ থাকতে হবে। ইরান পরমাণু কার্যক্রম নিয়ে অতীতে তাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছিলো সেগুলো যথাযথভাবে মেনে চলছে। তবে নতুন করে আর কোনো দাবি মেনে নেবে না তেহরান।
রাফায়েল গ্রোসির সঙ্গে পরমাণু চুক্তি বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, সংস্থাটির সঙ্গে আলোচনায় উভয় পক্ষ এ সিদ্ধান্ত উপনীত হয়েছে যে, ইরান পরমাণু চুক্তি বিষয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো আগামীতেও যথাযথভাবে পালন করবে। আইএইএ তাদের পেশাদারিত্ব বজায় রেখে সকল দেশের প্রতি নিরপেক্ষ থাকবে।
তিনি আরো বলেন, রাফায়েল গ্রোসির ইরান সফরের মধ্য দিয়ে তেহরান ও আইএইএ’র মধ্যে সহযোগিতার এক নতুন অধ্যায় শুরু হয়েছে। আগামীতে দুই পক্ষের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে রাফায়েল গ্রোসি বলেন, তারা নিরপেক্ষভাবেই কাজ করে যাচ্ছেন। তাদের ওপর অন্য কারো নিয়ন্ত্রণ নেই। কিছুটা রাজনৈতিক চাপ রয়েছে। তবে এ চাপের কাছে নতিস্বীকার করবে না আইএইএ। কাউকে নিজ স্বার্থে আইএইএ’র অপব্যবহার করতে দেওয়া হবে না। সৌদি আরবের পরমাণু কর্মসূচি তাদের পর্যবেক্ষণের আওতায় আনা হবে।
The post পরমাণু চুক্তির ক্ষেত্রে নতুন দাবি মানবে না ইরান appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a7%81-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87/
No comments:
Post a Comment