Wednesday, August 26, 2020

কাবুলে আকস্মিক বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

টানা বর্ষণের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় আফগানিস্তানের কাবুলের উত্তরের একটি শহরে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এতে শত শত বাড়িঘর ধসে পড়েছে বলে সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চারিকর শহরের এই বন্যায় মৃতদের মধ্যে অনেক শিশু রয়েছে। এতে আরও প্রায় ২০ জন আহত হয়েছেন। ভেঙে পড়েছে তিনশোটির বেশি বাড়িঘর।

পারওয়ান রাজ্যের স্থানীয় একটি হাসপাতাল জানিয়েছে, বন্যার কারণে মৃত্যু হয়েছে এমন ১৭ জনের লাশ তারা গ্রহণ করেছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

টানা বর্ষণ ও আকস্মিক বন্যার ফলে প্রতি বছর আফগানিস্তানে অনেক মানুষের মৃত্যু হয়ে থাকে। ভেঙে পড়ে দুর্বল ভিতের ওপর গড়া ঘরবাড়ি।

চলতি মাসের শুরুর দিকে আফগানিস্তানে পূর্বাঞ্চলের নানগারহর প্রদেশে একটি গ্রামে আকস্মিক বন্যায় ১৫ শিশুসহ ১৬ জনের মৃত্যু হয়। ধসে পড়ে অনেক বাসস্থান।

The post কাবুলে আকস্মিক বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%86%e0%a6%95%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%85%e0%a6%a8/

No comments:

Post a Comment