Saturday, August 29, 2020

পাকিস্তানের করাচিতে বন্যায় ৪০ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে বন্যায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। আর খাইবার পাখতুনখাওয়ায় মারা গেছে আরও ১৬ জন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ভবন ও ছাদ ধসে এবং পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভারী বৃষ্টিতে শহরের প্রধান সড়ক পানিতে তলিয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় বেশকিছু বাড়ি ও ভবনের।

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক বাসিন্দা। এদিকে, যুক্তরাষ্ট্রে হারিকেন লরার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। বিদ্যুৎ ও খাবার পানি সরবরাহ বিচ্ছিন্ন হয়ে রয়েছে কয়েক হাজার বাড়িঘর।

এই পরিস্থিতি এক সপ্তাহ চলতে পারে বলে জানিয়েছে প্রশাসন। হারিকেনের আঘাতে অন্তত ১২’শ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

The post পাকিস্তানের করাচিতে বন্যায় ৪০ জনের মৃত্যু appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af/

No comments:

Post a Comment