Sunday, August 30, 2020

‘গুম হওয়া ব্যক্তিদের বেদনা বয়ে বেড়াচ্ছেন স্বজনেরা’

ফাতেহ ডেস্ক:

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘বিশ্বজুড়ে নিখোঁজ বা গুমের অপরাধ ঘটছে। প্রায় প্রতিদিন আমরা মানুষের নিখোঁজ হওয়ার খবর দেখতে পাই। এসব হাজারো মানুষের ভাগ্য এখনো আমাদের কাছে অজানা।’

রবিবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এক বিবৃতিতে এসব কথা বলেন জাতিসংঘের মহাসচিব।

সংস্থাটির ওয়েবসাইটে দেয়া বিবৃতিটিতে গুতেরেস বলেন, ‘ক্ষুদ্র জাতিগোষ্টীর পরিবেশ রক্ষাকর্মীরাও নিখোঁজ হচ্ছেন। হারিয়ে যাওয়া ব্যক্তিদের বেদনা বয়ে বেড়াচ্ছেন এখনো প্রিয়জনেরা।’

জাতিসংঘের মহাসচিব বলেন, ‘গুমের ঘটনায় অভিযুক্তদের দায়মুক্তি ভুক্তভোগীদের দুর্ভোগ ও মানসিক যন্ত্রণা বাড়িয়ে তোলে। গুমের ঘটনায় নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে পরিবার ও সমাজের অধিকার রয়েছে সত্যটা জানার।’

এসব ঘটনার তথ্য স্বজনদের জানাতে সঠিক দায়িত্ব পালনে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। গুম হওয়া ব্যক্তির সুরক্ষার আন্তর্জাতিক কনভেনশন অনুমোদনের জন্য বিশ্বের সব রাষ্ট্রের প্রতি আহ্বান জাতিসংঘের মহাসচিব।

জাতিসংঘের উদ্যোগে ২০১১ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন করে আসছে। এদিন বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।

বিবৃতিতে গুতেরেস বলেন, ‘সন্ত্রাস দমনের নামে, নাগরিক সমাজের ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধসহ নানা কারণে অনেকেই নিখোঁজ হচ্ছেন বলে গুম সংক্রান্ত জাতিসংঘের কমিটি লক্ষ করছে। এসব ঘটনা অতিরিক্ত উদ্বেগ তৈরি করেছে।’

তিনি বলেন, ‘গুম রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং নিখোঁজ ব্যক্তির সন্ধান ও তাদের স্বজনদের সহায়তায় আন্তর্জাতিক মানবাধিকারকর্মীদের প্রতি সদস্য দেশগুলোর আরও বেশি প্রচেষ্টা চালানো উচিত। গুমের ঘটনায় বিশ্বাসযোগ্য এবং নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত চালানোও উচিত।’

The post ‘গুম হওয়া ব্যক্তিদের বেদনা বয়ে বেড়াচ্ছেন স্বজনেরা’ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%b9%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6/

No comments:

Post a Comment