Wednesday, August 26, 2020

হামাস নেতার সঙ্গে এরদোয়ানের সাক্ষাৎ, ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র

ফাতেহ ডেস্ক:

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বিষয়টিকে মোটেও ভালোভাবে নেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। এরদোয়ানের কড়া সমালোচনার পাশাপাশি মঙ্গলবার তারা তুরস্ককে একঘরে করে রাখার হুমকিও দিয়েছে।

আল আরাবিয়ার বরাতে জানা যায়, গত সপ্তাহে হামাসের নেতা ইসমাইল হানিয়া এবং তার সহকারী সালেহ আল-ওরৌরির সঙ্গে সাক্ষাৎ করেছেন এরদোয়ান। এরপর সাক্ষাতের ছবি তুর্কি প্রেসিডেন্ট তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।

বিষয়টি নেতিবাচক হিসেবে নিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানায়, প্রেসিডেন্ট এরদোয়ান ‘উগ্রবাদী সন্ত্রাসী’দের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। যা তুরস্ককে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করে দেবে। এতে ক্ষতিগ্রস্ত হবে ফিলিস্তিনের জনগণ।

বিবৃতিতে আরো বলা হয়, চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বার হামাসের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এরদোয়ান। প্রথম সাক্ষাৎটি হয়েছিল গত ১ ফেব্রুয়ারি। তুর্কি প্রেসিডেন্টের এমন কার্যকলাপে মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি আছে।

গত কয়েক মাস ধরেই এরদোয়ানের পররাষ্ট্রনীতি ও সামরিক কার্যকলাপের জন্য সমালচনা করা হচ্ছে। ভূ-মধ্যসাগরের পূর্বাংশে সাইপ্রাসের নিকট তেল ও গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে শুরু হয় উত্তেজনা। তার বিরুদ্ধে অবস্থান নেয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে ফ্রান্স এ বিষয়ে সবচেয়ে সরব। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তুরস্কের আগ্রাসী ভূমিকার সমালোচনা করেছেন।

এদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান উপেক্ষা করে রাশিয়া হতে প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে তুরস্ক। ফলে এফ-৩৫ মডেলের অত্যাধুনিক জেট বিমান আঙ্কারাকে দেয়নি ওয়াশিংটন।

The post হামাস নেতার সঙ্গে এরদোয়ানের সাক্ষাৎ, ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be/

No comments:

Post a Comment