ফাতেহ ডেস্ক:
ফের বর্ণবাদবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। গত রোববার দেশটির উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোশা শহরে পুলিশের গুলিতে এ কৃষ্ণাঙ্গ আহত হওয়ার ঘটনায় শহর জুড়ে বিক্ষোভ শুরু হয়। গত তিনদিন ধরে চলা এ বিক্ষোভে এখন পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ২ জন আন্দোলনকারী। গুরুতর আহত হয়েছে আরো একজন।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, গত রোববার থেকেই কেনোশা শহরে বর্ণবাদবিরোধী বিক্ষোভ করছেন সেখানকার সাধারণ জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ইতোমধ্যে কারফিউ জারি করা হয়েছে। তারপরও বিক্ষোভ অব্যাহত রেখেছেন আন্দোলনকারীরা।
এর মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে শহরে অবস্থিত একটি গ্যাস স্টেশনের নিরাপত্তারক্ষীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের সৃষ্টি হয়। রাত ১২টার কিছু আগে ওই সংঘর্ষে বিক্ষোভকারীদের ওপর গুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন তিনজন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন। বাকি আরেকজনের অবস্থা গুরুতর। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উইসকনসিনের পুলিশ বাহিনী গুলির ঘটনা স্বীকার করেছে। এক বিবৃতিতে পুলিশ জানায়, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে একাধিক গুলির ঘটনা ঘটেছে। তবে কারা বিক্ষোভকারীদের ওপর গুলি করেছে তা বিবৃতিতে জানানো হয়নি।
বিবৃতিতে আরো জানানো হয়, উইসকনসিনের পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে। পাশপাশি এ ঘটনায় তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে বিক্ষোভকারীদের ওপর গুলির ঘটনার পর ইন্টারনেটে একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একটি গ্যাস স্টেশনে বিক্ষোভকারীদের হাতে ধাওয়া খেয়ে এক ব্যক্তি রাইফেল হাতে দৌড়াচ্ছেন। এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে যান এবং বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে গুলি ছোড়েন। এ সময় গুলির শব্দ শুনে আন্দোলকারীরা দিগবেদিক ছোটাছুটি শুরু করেন।
ধারণা করা হচ্ছে, নিরাপত্তা বাহিনীর গুলিতেই ওই দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো অধিক সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্যদের কেনোশাতে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছেন প্রদেশটির গভর্নর টনি এভারস।
গত রোববার বিকেলে কেনোশা শহরে সন্তানদের সমানে জ্যাকব ব্লেক নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গুলি করে সেখানকার পুলিশ। বর্তমানে ২৯ বছর বয়সী ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি প্রাণে বেঁচে গেলেও তার শরীর অবস হয়ে রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মেরুদণ্ডে গুলি লাগায় তিনি হয়তো আর হাঁটতে পারবেন না। এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে শহরজুড়ে বিক্ষোভ শুরু হয়।
The post ফের উত্তাল যুক্তরাষ্ট্র, নিহত ২ appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0/
No comments:
Post a Comment