ফাতেহ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার ডারবানে অবস্থিত ১৩৯ বছর আগের প্রাচীন এই মসজিদটির নাম গ্রে স্ট্রিট। দেশটির অন্যতম বড় এবং মর্যাদাপূর্ণ মসজিদ হিসেবে এটিকে পরিগণিত করা হয়। স্থানীয় সময় সোমবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যুৎ সংযোগ থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সাউথ আফ্রিকান মুসলিম নেটওয়ার্কের চেয়ারম্যান ফয়সাল সোলাইমান বলেন, শত্রুতাবশত কিংবা অন্য কোনো কারণে সেই ইচ্ছে করে আগুন লাগিয়ে দিয়েছে এটা আমি বিশ্বাস করতে চাই না। ধারণা করি, বিদ্যুৎ সংযোগের গোলযোগের কারণেই আগুন লাগার ঘটনা ঘটেছে।
৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন মসজিদটির আগুন নিয়ন্ত্রণে আনতে খুব বেশি সময় নেয়নি দমকল বাহিনী। তাবে তার আগেই পুড়ে ছাই হয়ে গেছে দোতলার পুরোটা অংশ। স্থানীয়রা প্রশাসন দ্রুতই মসজিদটির সংস্কার করার আশ্বাস দিয়েছে। এছাড়া আগুন লাগার ঘটনার বিস্তারিত জানতে তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে।
বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা, ব্রিটিশ গায়ক ইউসুফ ইসলাম, বক্সিং সুপারস্টার মোহাম্মদ আলিসহ আরো অনেক মহান ব্যক্তিত্ব বিভিন্ন সময় এই মসজিদ পরিদর্শন করেছেন।
The post দক্ষিণ আফ্রিকার প্রাচীন মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8/
No comments:
Post a Comment