ফাতেহ ডেস্ক:
ইজরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত এবং ইজরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চুক্তির পর সোমবার প্রথম দুই দেশের মধ্যে বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলের সূচনা হয়। ইজরাইলি বিমান সংস্থা এল আলএর এলওয়াই-৯৭১ ফ্লাইটটি সৌদি আরবের আকাশ সীমার ওপর দিয়ে তিন ঘণ্টায় আবুধাবিতে নামে।
সংযুক্ত আরব আমিরাত ও ইজরাইলের মধ্যে যেমন এই প্রথম কোনো বাণিজ্যিক ফ্লাইট, তেমনি এই প্রথম সৌদি আরব কোনো ইজরাইলি বিমানকে তার আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল। রোববার ইজরাইলি গণমাধ্যমে বলা হয়, সৌদি আরব শেষ মূহুর্তে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি বাতিল করতে পারে। এমন উদ্বেগ তৈরি হলেও শেষ পর্যন্ত তা ঘটেনি। বিমানের যাত্রীদের মধ্যে ছিলেন, ডোনাল্ড ট্রাম্পের মেয়ে জামাই এবং উপদেষ্টা জ্যারেড কুশনার, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ব্রয়ান এবং ইজরায়েলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেইর বেন-শাবাত।
এর আগে বিমানে আরোহণের আগে জেরেড কুশনার বলেন, ‘শান্তির মাধ্যমে কী কী সম্ভব হবে তা দেখানোই হবে এই ঐতিহাসিক বিমানযাত্রার লক্ষ্য। আরববিশ্ব ও মুসলমানদের ইসরায়েল থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করা বিমানটি পর্যবেক্ষণ করা উচিত।’
ঐতিহাসিক এই ফ্লাইটের নম্বর দেওয়া হয়েছে এল আল ৯৭১৷ এল আল ইজরায়েলের জাতীয় বিমান সংস্থা৷ আর ৯৭১ আরব আমিরাতের আন্তর্জাতিক ডায়াল কোড৷ ফিরতি ফ্লাইটের নম্বর এল আল ৯৭২৷ ৯৭২ ইজরায়েলের আন্তর্জাতিক ডায়াল কোড৷ মঙ্গলবার সকালে ফিরতি ফ্লাইটটি রওনা হওয়ার কথা৷
ইসরাইল ও মার্কিন কর্মকর্তারা আরব আমিরাতের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের জন্য একটি দিন ঠিক করবেন তারা।
গত ১৩ আগস্ট ইসরাইলের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দেয় আরব আমিরাত। এরপর সেখানে ইজরাইলি বিমানের ফ্লাইট গেল।
গেল শনিবার সংযুক্ত আরব আমিরাত সরকার ১৯৭২ সালে জারি করা ইজরায়েলকে বয়কটের আইনটি বাতিল করে। এছাড়া, এ মাসের প্রথমদিকে প্রথমবারের মতো দেশ দুটির মধ্যে টেলিফোন সার্ভিস চালু হয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও ইজরায়েলের মধ্যে সম্পর্ক স্থাপনের প্রক্রিয়ায় সব পক্ষই লাভবান হওয়ার আশা করছে। যার মধ্যে সৌদি আরবের কাছে ইজরায়েলের স্বীকৃতি পাওয়ার আকাঙ্খা, ইজরায়েলের প্রযুক্তি ও নিরাপত্তা থেকে ইউএই লাভবান হওয়ার আশা ছাড়াও, দেশের ভেতরে নানা কারণে চাপে থাকা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন নির্বাচনে প্রভাব ফেলার আশার কথা বলছেন বিশ্লেষকরা।
তবে ফিলিস্তিনিরা বলছে, ওই চুক্তি ফিলিস্তিনিদের স্বার্থবিরোধী। তাদের দাবি, ইজরাইলের অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি দিনদিন প্রসারিত হচ্ছে এবং সংযুক্ত আরব আমিরাত এই বাস্তব পরিস্থিতির দিকে চোখ বন্ধ রেখে ইজরায়েলের সাথে চুক্তি করেছে।
The post সৌদির উপর দিয়ে আমিরাতে পৌঁছেছে ইজরাইলি প্রথম বিমান appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8c/
No comments:
Post a Comment