Wednesday, August 26, 2020

আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশের ফজিলত পরীক্ষা বাতিল

ফাতেহ ডেস্ক:

সিলেটের কওমি মাদরাসা শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশের অন্তর্ভুক্ত সকল মাদরাসার ১৪৪১ হিজরীর ফযিলত পরীক্ষা বাতিল করা হয়েছে। আজ বুধবার বোর্ডটির ওয়েব সাইটে মাদরাসা খোলা এবং পরীক্ষা বিষয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকারের যথাযথ কতৃপক্ষের জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে কওমি মাদরাসা সমূহে শিক্ষা কার্যক্রম শুরু করা এবং পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার অনুমতি প্রদান করা হয়েছে।

এরই ভিত্তিতে আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’-এর ১৪৪১ হিজরি সনের দাওরায়ে হাদীস (তাকমীল)-এর পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

অতএব, প্রত্যেক মাদরাসার সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি পালন করত: শিক্ষা কার্যক্রম শুরু করা এবং দাওরায়ে হাদীসের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে।

তাতে আরও বলা হয়েছে, ১৪৪১ হিজরীর মারহালায়ে ফযিলতের কেন্দ্রীয় পরীক্ষা পরিস্থিতি বিবেচনায় বাতিল করা হলো। হাইআতুল উলয়ার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে দাওরায়ে হাদীসের পরীক্ষার নিবন্ধনের জন্য ফযিলত পরীক্ষার মূল প্রবেশপত্রের অনুলিপি জমা দিতে হবে।

-এ

The post আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশের ফজিলত পরীক্ষা বাতিল appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%af%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%8f%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2/

No comments:

Post a Comment