Monday, August 24, 2020

মহারাষ্ট্রে বৃষ্টিতে ধসে পড়ল পাঁচ তলা বাড়ি, নিখোঁজ ৭০

ফাতেহ ডেস্ক:

একটানা ভারী বৃষ্টিতে নাজেহাল ভারতের মহারাষ্ট্র। এর মধ্যেই ধসে পড়ল পাঁচ তলা বাড়ি। গুরুতর জখম অবস্থায় কমপক্ষে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে সেখান থেকে। এখনও ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে রয়েছেন কমপক্ষে ৭০ জন।

সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিট নাগাদ মহারাষ্ট্রের রায়গড় জেলার কাজলপুর এলাকায় এই ঘটনা ঘটে। দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দল সেখানে উদ্ধারকাজ শুরু করেছে।

ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, বাড়িটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই ধুলোর চাদরে ঢেকে যায় গোটা এলাকা। সেই অবস্থাতেই উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় স্থানীয় পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দল। ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারকাজ শুরু করে তারা।

ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটল, তা এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রে। এর ফলে মাটি আলগা হয়ে বাড়িটি ধসে পড়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

The post মহারাষ্ট্রে বৃষ্টিতে ধসে পড়ল পাঁচ তলা বাড়ি, নিখোঁজ ৭০ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b8%e0%a7%87/

No comments:

Post a Comment