ফাতেহ ডেস্ক:
কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ সরকারী প্রজ্ঞাপনের উপর ভিত্তি করে বেফাকভূক্ত মাদরাসাগুলোর খোলার সিদ্ধান্ত নিয়েছে।পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
আজ বুধবার কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যােবায়ের আহমাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসা কর্তৃপক্ষকে জানানাে যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ হতে ‘কওমী মাদরাসাসমূহের কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের অনুমতি প্রদান সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সূত্র নং- ৫৭.০০.০০০০.০৮৫.৬৯.০০৬.১৫-১৪৬ তারিখ ০৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২৪ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ। উপযুক্ত বিষয়ে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করে নিম্নবর্ণিত শর্তে (প্রয়ােজনে স্বাস্থ্য বিভাগের মনিটরিং-এর মাধ্যমে) কওমী মাদরাসাসমূহের কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের অনুমতি প্রদান করা হয়।
ক, প্রত্যেক শিক্ষার্থীর মাস্ক, হ্যান্ডগ্লাভস ও মাথায় নিরাপত্তা টুপি পরিধান করা আবশ্যক। খ, মাদরাসায় প্রবেশের পূর্বে মূল প্রবেশদ্বারে স্যানিটাইজিং করতে হবে। গ, শিক্ষার্থীরা তার নিজ নিজ কক্ষে অবস্থান করবে। বিক্ষিপ্তভাবে এদিক সেদিক চলাফেরা করবে না। ঘ, একজন শিক্ষার্থী থেকে অপর শিক্ষার্থী কমপক্ষে তিন ফুট দূরত্বে অবস্থান করবে। ঙ. কোভিড-১৯ এর কারণে কোলাকুলি ও মুসাফাহা করবে না। চ, শিক্ষক ও কর্মচারীগণও একইভাবে সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে ক্লাস গ্রহণ করবেন।
অতএব, প্রজ্ঞাপনে নির্দেশিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে শিক্ষা কার্যক্রম চালু করা যাবে।
উল্লেখ্য, পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা অনতিবিলম্বে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।
-এ
The post বেফাকভূক্ত মাদরাসাগুলো খোলার অনুমতি appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%95%e0%a6%ad%e0%a7%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%96/
No comments:
Post a Comment