Saturday, August 29, 2020

ইয়েমেনি দ্বীপে আমিরাত ও ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটি!

ফাতেহ ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল এবার ইয়েমেনের দ্বীপ সোকোরট্রাতে একটি গোয়েন্দা ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছে। দুই পক্ষের শান্তিচুক্তির অংশ হিসেবে তারা এই পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছে মিডেল ইস্ট মনিটর।

সোকোরট্রা দ্বীপটি আরব সাগরে অবস্থিত। ইয়েমেন উপকূল থেকে যা ৩৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সেখানে একটি গোয়েন্দা ঘাঁটি নির্মাণে ইতোমধ্যে অবকাঠামোগত কার্যক্রম শুরু করার পরিকল্পনা হাতে নিয়েছে দুই পক্ষ। দ্বীপটি থেকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের সব কার্যক্রম পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন ইয়েমেনের এক কর্মকর্তা।

মিডেল ইস্ট মনিটর বলছে, দুই পক্ষের শান্তিচুক্তির ঘোষণা দেয়ার আগেই ইসরায়েল ও আমিরাতের কর্মকর্তারা সোকোট্রায় পর্যবেক্ষণ করে গেছেন। কোথায় গোয়েন্দা ঘাঁটি নির্মাণ করা হবে তাও নির্ধারণ করেছেন তারা।

এই গোয়েন্দা ঘাঁটি স্থাপিত হলে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের কর্মকাণ্ড ও ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজের সব গতিবিধি নজরদারিতে রাখতে পারবে ইসরায়েল। এ ছাড়া এই গয়েন্দা ঘাঁটির মাধ্যমে লোহিত সাগর পর্যন্ত সব তথ্য সংগ্রহ করা সম্ভব হবে বলে জানা গেছে।

আমিরাতের সঙ্গে ইসরায়েলের এই চুক্তির প্রথম ঘোষণাটি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তার কথা বিবেচনা করেই আরব অঞ্চলের অধিকাংশ রাষ্ট্রকে উপেক্ষা করে এই চুক্তিতে সম্মতি জানিয়েছে আমিরাত, এমনটিই মনে করেন অধিকাংশ বিশেষজ্ঞ।

তাদের মতে, এই চুক্তির পর আমিরাত দাবি করছে, পশ্চিম তীরে ফিলিস্তিন অধ্যুষিত অঞ্চল দখল হওয়া থেমে গেলো। কিন্তু বাস্তবে ইসরায়েলিদের সঙ্গে তাদের চুক্তিতে এই বিষয়ক কোনো সমাধান নেই। উল্টো এর মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাদের অবস্থান পাকাপোক্ত করেছেন। ফিলিস্তিনিদের তার কিছু দিতে হয়নি, এক টুকরো জমিও না।

The post ইয়েমেনি দ্বীপে আমিরাত ও ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটি! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%93-%e0%a6%87/

No comments:

Post a Comment