Tuesday, August 25, 2020

ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়: মরক্কোর প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সব ধরনের উপায় প্রত্যাখ্যান করেছে মরক্কো। দেশটির প্রধানমন্ত্রী সাদ ইদ্দিন এল-ওথমানি এ ঘোষণা দেন।

সাদ ইদ্দিন বলেন, ‘ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রত্যাখ্যান করছি আমরা। কারণ তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন ফিলিস্তিনি জনগণের অধিকার লুণ্ঠনকে আরো উৎসাহী করবে।’ আনাদুলু এজেন্সি জানায়, রোববার সন্ধ্যায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী সাদ ইদ্দিন।

প্রধানমন্ত্রী আরো বলেন, মরক্কোর রাজা ও সাধারণ জনগণ সব সময় ফিলিস্তিনি জনগণ এবং জেরুজালেমের আল-আকসার পক্ষে আছে। যদিও ১৯৬৭ সালে ইসরায়েল জেরুজালেম দখল করে নেয়।

ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে অসলো চুক্তি স্বাক্ষরের পর ১৯৯৩ সালে তেল আবিবের সঙ্গে স্বল্প পরিসরে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে মরক্কো। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি নিপীড়ন বেড়ে যাওয়ায় ২০০০ সালে সেই সম্পর্ক ছিন্ন করে দেশটি।

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে একমত হয় সংযুক্ত আরব আমিরাত। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং স্থানীয় রাজনৈতিক দল এবং সংগঠন তাদের এ চুক্তির তীব্র নিন্দা জানিয়েছে।

The post ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়: মরক্কোর প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d/

No comments:

Post a Comment