আন্তর্জাতিক ডেস্ক:
শুক্রবার অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী ইজরাইলের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। হামাসের অবস্থানে কামানের গোলাবর্ষণ করার পরই হামাস ইজরাইলে রকেট ছোঁড়ে। খবর পার্সটুডের।
ইজরাইলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামাসের কয়েকটি ভূগর্ভস্থ স্থাপনা ও সামরিক অবস্থানে বিমান হামলা ও কামানের গোলা গোলাবর্ষণ করা হয়েছে। গাজা থেকে রকেট ছোঁড়ার পর ইজরাইলের নাহাল ওজ এবং অ্যালুমিমে সাইরেন বাজিয়ে লোকজনকে সতর্ক করা হয় যাতে তারা ক্ষেপণাস্ত্র আশ্রয়কেন্দ্রে চলে যায়।
ইজরাইলি বাহিনীর একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, গাজা থেকে ছোঁড়া রকেটগুলো কোথায় পড়েছে তিনি তা জানেন না তবে কোনো রকেট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে ভূপাতিত করা হয়নি।
The post হামাস ও ইজরাইলের মধ্যে পাল্টাপাল্টি হামলা appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%93-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be/
No comments:
Post a Comment