Sunday, September 27, 2020

আর্মেনিয়া থেকে ৬টি গ্রাম দখল মুক্ত করেছে আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক:

আর্মেনিয়ার বাহিনী ইচ্ছাকৃতভাবে আজারবাইজানে সামরিক অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্টের উপদেষ্টা হিকমেত হাজিয়েভ। আগ্রাসনের জবাবে আজারবাইজানের সেনারা পাল্টা পদক্ষেপ নিয়েছে এবং ৬টি গ্রাম মুক্ত করেছে বলেও জানিয়েছেন তিনি। খবর পার্সটুডে।

ককেশাস অঞ্চলের দুটি দেশ আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে রোববার থেকে আবারো মারাত্মক সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। আজারবাইজানকে আর্মেনিয়া অভিযুক্ত করেছে যে, তারা কারাবাখ অঞ্চলে হামলা চালিয়েছে। অন্যদিকে, আজারবাইজান অভিযোগ করেছে আর্মেনিয়া সমর্থিত সন্ত্রাসীরা আজারবাইজানের সামরিক বাহিনী ও বেসামরিক লোকজনের ওপর হামলা চালিয়েছে।

কারাবাখ হচ্ছে আজারবাইজানের একটি এলাকা। ১৯৯২ সালে আর্মেনিয়া সমর্থিত গেরিলারা সেটি দখল করে নেয়। তার আগে সন্ত্রাসীদের হামলার মুখে জাতিগত আজারবাইজানি নাগরিকরা ওই এলাকা ছেড়ে চলে যায়।

উল্লেখ্য, সংঘর্ষ থামাতে দু দেশের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া ও তুরস্ক।

The post আর্মেনিয়া থেকে ৬টি গ্রাম দখল মুক্ত করেছে আজারবাইজান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a7%ac%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/

No comments:

Post a Comment