Monday, September 28, 2020

অপরাধী হলে নূরের বিচার হোক: ভিপি নূর

ফাতেহ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরসহ তার সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে ঢাবি ছাত্রীর ধর্ষণ মামলার পর থেকেই আলোচনা-সমালোচনায় মুখর পুরো দেশ। এ নিয়ে অধিকাংশ মানুষই নূরের পক্ষে অবস্থান নিয়ে ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

বিষয়টি নিয়ে আজ সোমবার দেশীয় একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নুরুল হক নূর বলেছেন, যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে হাসান আল মামুন (ধর্ষণ মামলার প্রধান আসামি) দোষী প্রমাণ হয়, তাহলে তার বিচার করা হোক। যদি নূর অপরাধী হয় তাহলে নূরের বিচার হোক, আর ওই ছাত্রী অপরাধী হলে তারও বিচার হোক। এক্ষেত্রে দলকানা বিচার যেন না হয়।

বর্তমান সরকার ক্ষমতায় থাকার কারণে ছাত্রলীগ আজকে বেপরোয়া হয়ে গেছে দাবি করে তিনি বলেন, সংগঠনটির ছেলেরা গণধর্ষণ করছে, শিক্ষার্থীদের নির্যাতন ও চাঁদাবাজি করছে এবং ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তাদের এই অপকর্মের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদ সোচ্চার হয়েছে। কারণ আমরা ধর্ষণের বিচার চাই।

ঢাবি ছাত্রীর ধর্ষণ মামলার প্রসঙ্গে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, সেই ছাত্রী অভিযোগ এনেছে, আমি নাকি বিচারের আশ্বাস দিয়ে তাকে হুমকি দিয়েছি, আমার সঙ্গে নাকি তার নীলক্ষেতে দেখা হয়েছিল। এসব অভিযোগ ভিত্তিহীন। তারপরও যদি তিনি তা প্রমাণ করতে পারেন তাহলে সব অভিযোগ মাথা পেতে নেবো। তাছাড়া ভিপি নূর তো ধর্ষণের বিচার করার কেউ না, বরং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি সনজিৎ চন্দ্র দাস এই মেয়েকে পেট্রোনাইজ করে মামলাটি করাচ্ছে।

তিনি বলেন, আমরা দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমৃত্যু লড়াই-সংগ্রাম করে যাবো। প্রয়োজনে নিজেকে উৎসর্গ করতে পিছপা হবো না। দেশে এখন স্বৈরশাসন চলছে, ফ্যাসিবাদের যাঁতাকলে পিষ্ট মানুষ, বিচার বিভাগ ধ্বংস, নির্বাচন হাস্যকর অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, দেশ আজ বিদেশি শক্তির কাছে জিম্মি। এই সব বাধা দূর করে আমরা নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে যাচ্ছি।

The post অপরাধী হলে নূরের বিচার হোক: ভিপি নূর appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%82%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8b/

No comments:

Post a Comment