Monday, September 28, 2020

ওমরাহ চালু হচ্ছে ৪ অক্টোবর থেকে, প্রস্তুত কাবা শরিফ

ফাতেহ ডেস্ক:

প্রাণঘাতী করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে সীমিত পরিসরে চালু হচ্ছে পবিত্র ওমরাহ। তবে সবার জন্য উন্মুক্ত করা হয়নি এ সুযোগ। প্রথম পর্যায়ে সৌদি আরবে বসবাসকারীরা নির্দিষ্ট কিছু শর্তপূরণ সাপেক্ষে ৪ অক্টোবর ওমরাহ পালনের সুযোগ দেয়া হবে। এরপর ধীরে ধীরে বিদেশিরাও সুযোগ পাবেন। দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর প্রকাশ করেছে।

জানা গেছে, সৌদি আরবের স্থানীয়দের নির্দিষ্ট প্রক্রিয়া মেনে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে ওমরাহ পালনের সময়, তারিখ উল্লেখ করে ‘ওমরাহ পারমিট’ দেয়া হবে।

সৌদি সরকার জানিয়েছে, গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সদস্যভুক্ত দেশের (কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব) নাগরিকরা মঙ্গলবার থেকে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

হারামাইনের প্রশাসক ড. আবদুর রহমান আস সুদাইস গতকাল রোববার পবিত্র কাবায় বসানো আধুনিক ক্যামরা পরিদর্শন করেন। তিনি বলেন, করোনা রোধে আমরা সব ধরনের ব্যবস্থা সম্পন্ন করেছি। স্বাস্থবিধির সব কিছু স্থাপন করা হয়েছে।

-এ

The post ওমরাহ চালু হচ্ছে ৪ অক্টোবর থেকে, প্রস্তুত কাবা শরিফ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%93%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a7%aa-%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%ac/

No comments:

Post a Comment