Wednesday, September 30, 2020

খুন হওয়ার ৬ বছর পর আদালতে হাজির!

ফাতেহ ডেস্ক:

আবারও জিসা মনি কাণ্ডের পুনরাবৃত্তি ঘটেছে নারায়ণগঞ্জে। ছেলে নিখোঁজ হওয়ার পর ‘অপহরণ, খুন ও গুমের অভিযোগ’ এনে করা হয়েছিল মামলা। ‘চাকুস স্বাক্ষী’ জবানবন্দী দিয়েছে আদালতে। ৫ আসামীর কেউ দেড় বছর, কেউ আবার দেড় মাস হাজতবাস করেছেন। ঘটনার ৬ বছরের মাথায় আদালতে হাজির হলেন খোদ ‘মৃত ব্যক্তি!’

বুধবার (৩০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামান এর আদালতে মামুনকে হাজির করা হয়। পরে আদালত একজন আইনজীবীর জিম্মায় মামুনকে ছেড়ে দেয়া হয়।

এ নিয়ে আজ আদালতপাড়া ছিল সরগরম। অনেকে জিসা মনি কাণ্ডের সাথে ঘটনাটি তুলনা করে আলোচনা আর সমালোচনা করেছেন।

২০১৪ সালের ১০ মে চাঁদপুরের মতলব নিজ বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হন মামুন। তখন কোনো ডায়রী কিংবা অভিযোগ করা হয়নি। এরপর ছেলেকে না পেয়ে ঘটনার ২ বছর পর ২০১৬ সালের ৯ মে ‘অপহরণ করে খুনের উদ্দেশ্যে গুম করা হয়েছে বলে দাবি করে খুনের অভিযোগে ফতুল্লা থানায় মামলা করে বাবা আবুল কালাম। আসামী করা হয় মামুনের কথিত প্রেমিকা তসলিমা, তার বাবা রকমত আলী, ভাই রফিক, খালাতো ভাই সাগর ও সাত্তার মোল্লাকে।

মামলার পরে সকল আসামীকে গ্রেফতার করে পুলিশ। পরে মাকসুদা বেগম নামের এক নারী চাক্ষুস সাক্ষী হিসেবে দেয়া ‘অপহরণ করে খুন করার উদ্দেশ্যে গুমের বর্ণনা ১৬১ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়। পরে আসামী কথিত প্রেমিকা তসলিমা ও তার ভাই রফিক দেড় বছর কারাবাস করেছেন। আর আসামী রকমত আলী, সাগর ও সাত্তার ছিলেন দেড় থেকে তিন মাস। সম্প্রতি জানা গেছে ৬ বছর আগে ‘মৃত’ সেই মামুন জীবিত আছে। পরে বাদি পক্ষের আইনজীবীরা সেই মামুনকে আদালতে হাজির করেছেন।

‘মৃত ছেলে জীবিত হয়ে আদালতে’

মিথ্যা মামলায় কারাগারে থাকা আসামিদের আইনজীবী এড. এমদাদ হোসেন সোহেল শুনানি শেষে সাংবাদিকদের বলেন, নিরিহ, নিরপরাধ মানুষ গুলো আজ যে জেল খেটেছে। আমরা তার বিচার চাই। রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাই। পাশাপাশি বাদি কেন মিথ্যা মামলা করলো, তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন তারা।

The post খুন হওয়ার ৬ বছর পর আদালতে হাজির! appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%ac-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9/

No comments:

Post a Comment