Sunday, September 27, 2020

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি সম্ভব নয় : মরক্কো

আন্তর্জাতিক ডেস্ক:

জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন গঠন করা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থিতিশীল ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মরক্কোর প্রধানমন্ত্রী সাদ উদদিন আল উসমানি। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরা নেট।

সাদ উদদিন বলেন, ‘ফিলিস্তিন ইস্যুর নিষ্পত্তি না করে মধ্যপ্রাচ্যে শান্তির প্রতিষ্ঠার প্রক্রিয়াকে খুবই উদ্বেগজনক বলে মনে করে মরক্কো। এছাড়া ফিলিস্তিন ভূখণ্ডের পশ্চিম তীর হোক বা জেরুজালেম শহর বা অন্য কোনো অংশে ইজরাইলের দখলদারিত্বমূলক সব কার্যক্রমকে মরক্কো প্রত্যাখ্যান করে।’

এছাড়া ইজরাইলের এক তরফা কার্যক্রম এই অঞ্চলের অস্থিরতা ও বিশৃঙ্খলাকে আরো উচকে দেবে মনে করেন তিনি। তাছাড়া জেরুজালেম নগরীর ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের প্রতি গুরুত্বারোপ করেন তিনি বলেন, ‘এটি একত্ববাদে বিশ্বাসী নানা ধর্মানুরাগীদের শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্যবাহী একটি শহর।’

The post স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি সম্ভব নয় : মরক্কো appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d/

No comments:

Post a Comment