Wednesday, September 30, 2020

মাছ চাষে বাধা দেয়ায় মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা

ফাতেহ ডেস্ক:

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছ চাষে বাধা দেয়ায় মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা করেছে চার যুবক। ঘটনার ১০ দিনের মাথায় দুইজনকে আটকের পর বেরিয়ে আসে হত্যার রহস্য।

পুলিশ জানায়, হাফেজ মাওলানা মোঃ আজিম উদ্দিনের সঙ্গে উপজেলার পাগলা থানার সাধুয়া গ্রামের রিফাতের পুকুরের জমি নিয়ে বিরোধ চলছিলো। এরই জেরে গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) রাতে মসজিদে এশার নামাজের ইমামতি শেষে বাড়ি ফেরার পথে সাধুয়া-নিগুয়ারি খালের পাশে সাধুয়া মার্কেটের কাছে পৌঁছালে আজিম উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় রিফাত ও তার ৩ সহযোগীরা। এ ঘটনায় ২০ সেপ্টেম্বর নিহতের স্ত্রী বিলকিস খাতুন বাদী হয়ে পাগলা থানায় মামলা করেন।

জেলা গোয়েন্দা পুলিশ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে গাজীপুর জেলার শ্রীপুর বরমী থেকে ঘাতক সিরাজ শেখ ও সুজন মিয়াকে গ্রেপ্তার করে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আদালতে সোর্পদ করা হলে আসামি সিরাজ আলোচিত ইমাম হত্যার দায় স্বীকার করে বর্ণনা দেয়।

The post মাছ চাষে বাধা দেয়ায় মসজিদের ইমামকে কুপিয়ে হত্যা appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9b-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6/

No comments:

Post a Comment