Tuesday, September 29, 2020

এমসি কলেজকাণ্ড: তারেকও গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক:

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে নববধূকে গণধর্ষণের ঘটনায় করা মামলার এজহারভুক্ত আসামি তারেকুল ইসলাম তারেককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখার কর্মকর্তা এএসপি ওবাইন রাখাইন। র‌্যাব জানিয়েছে, তারেক ধর্ষণ মামলার দুই নম্বর আসামি আর এজহারে ৬ নম্বরে তার নাম রয়েছে।

তারেককে নিয়ে ধর্ষণের মামলার এজহারভুক্ত ছাত্রলীগের সকল আসামি গ্রেপ্তার হলো। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৯ জন।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় নববিবাহিতা স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে ঐতিহ্যবাহী এমসি কলেজে বেড়াতে গিয়েছিলেন দক্ষিণ সুরমার শিববাড়ির এক বাসিন্দা। এ সময় স্বামীকে আটকে কলেজের ছাত্রাবাসে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পরে খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শাহপরাণ থানার পুলিশ।

ওই ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী ছাত্রলীগের ৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩ জনকে আসামি করে রাতেই মামলাটি করেন শাহপরাণ থানায়। আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারে, সেজন্য সীমান্তেও কড়া পাহারা জারি করা হয়।

The post এমসি কলেজকাণ্ড: তারেকও গ্রেপ্তার appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a6%95%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%93-%e0%a6%97%e0%a7%8d/

No comments:

Post a Comment