Wednesday, September 30, 2020

ফিলিস্তিনের পর কুয়েতেরও প্রত্যাখ্যান

ফাতেহ ডেস্ক:

ফিলিস্তিনের পর কুয়েতও আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বিভিন্ন ইস্যুতে সংস্থাটির একের পর এক ‘ব্যর্থতার’ প্রেক্ষিতে সম্প্রতি ফিলিস্তিন সভাপতির দায়িত্ব নিতে অস্বীকৃতি জানায়।

লেবাননভিত্তিক আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল বুধবার এ খবর দিয়েছে বলে জানিয়েছে পার্সটুডে।

এতে বলা হয়, সংস্থাটির পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণের কথা ছিল ফিলিস্তিনের। কিন্তু তা গ্রহণে অস্বীকৃতি জানায় ফিলিস্তিন। এর পর সে দায়িত্ব কুয়েতকে গ্রহণের প্রস্তাব দেয়া হয়। কিন্তু কুয়েতও সে প্রস্তাব প্রত্যাখ্যান করলো।

কুয়েত সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আরব লীগের পক্ষ থেকে ১০৫তম সভাপতির দায়িত্ব গ্রহণের যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা তরা গ্রহণ করবে না।

এর আগে ফিলিস্তিনের স্বশাসিত সরকার গত মঙ্গলবার আরব লীগের সভাপতির পদ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।

The post ফিলিস্তিনের পর কুয়েতেরও প্রত্যাখ্যান appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0%e0%a6%93/

No comments:

Post a Comment