Tuesday, September 29, 2020

আরব লীগের মহাসচিবের পদত্যাগ চায় পিএলও

আন্তর্জাতিক ডেস্ক:

ইহুদীবাদী অবৈধ রাষ্ট্র ইজরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্থাপনকে স্বাগত জানানোর কারণে আরব লীগের মহাসচিব আহমাদ আবুলেগইতের পদত্যাগ দাবি করেছেন ফিলিস্তিন মুক্তি সংস্থা- পিএলও’র নির্বাহী কমিটির মহাসচিব সায়েব এরিকাত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লায় এরিকাত বলেন, আহমাদ আবুলগেইত তার গ্রহণযোগ্যতা হারিয়েছেন, কাজেই আরব লীগের মহাসচিবের পদে থাকার আর কোনো অধিকার তার নেই।

উল্লেখ্য, আরব লীগের মহাসচিব রোববার এক বক্তব্যে ইহুদীবাদী অবৈধ রাষ্ট্র ইজরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্থাপনকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে জর্দান নদীর পশ্চিম তীরকে ইজরাইলের সঙ্গে একীভূত করে নেয়ার পরিকল্পনা স্থগিত রাখা সম্ভব হবে।

The post আরব লীগের মহাসচিবের পদত্যাগ চায় পিএলও appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%ac-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d/

No comments:

Post a Comment