Tuesday, September 29, 2020

দুই সপ্তাহ আগের দামে চাল বিক্রির নির্দেশ

ফাতেহ ডেস্ক:

দুই সপ্তাহ তথা ১৫ দিন আগে যে দামে বাজারে চাল বিক্রি হয়েছে, পুরো অক্টোবর মাস সেই দামে চাল বিক্রির নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ মঙ্গলবার এক বৈঠক শেষে দেশের প্রধান এই খাদ্যশস্যটি বিক্রির ক্ষেত্রে চালকল মালিকদের প্রতি এ নির্দেশ দেন তিনি।

এর আগে চালকল মালিক ও চাল ব্যবসায়ীদের সঙ্গে খাদ্য ভবনের সম্মেলন কক্ষে সাড়ে ৩ ঘণ্টার বৈঠক করেন খাদ্যমন্ত্রী।

বৈঠক সূত্রে জানা যায়, সভায় খাদ্যমন্ত্রীকে চাল ব্যবসায়ীরা জানান, তারা চালকলগুলো থেকে ১৫ দিন আগে ৫০ কেজির মিনিকেট চালের বস্তা কিনেছেন ২ হাজার ৫৫৫ টাকায়।

তবে খাদ্যমন্ত্রী সভার শেষ দিকে এসে ৫০ কেজির মিনিকেট চালের প্রতি বস্তার দাম ২৬০০ টাকা নির্ধারণ করে দেন। আর আটাশ চালের প্রতি ৫০ কেজির বস্তার দাম নির্ধারণ করেন ২ হাজার ৩০০ টাকা।

কিন্তু এতে আপত্তি জানান চাল ব্যবসায়ীরা। ফলে নিজের নির্ধারণ করে দেওয়া দাম থেকে সরে আসেন খাদ্যমন্ত্রী। সেইসঙ্গে ১৫ দিন আগে যে দামে চাল বিক্রি হয়েছে সেই দামে বিক্রির নির্দেশ দিয়ে সভা শেষ করেন সাধন চন্দ্র মজুমদার।

The post দুই সপ্তাহ আগের দামে চাল বিক্রির নির্দেশ appeared first on Fateh24.



source https://fateh24.com/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac/

No comments:

Post a Comment