আন্তর্জাতিক ডেস্ক:
আজারবাইজানে আর্মেনিয়ার হামলার নিন্দা জানিয়েছে অরগানাইজেশান অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) সংস্থাটি এক বিবৃতিতে নিন্দা জানানোর পাশাপাশি আজারবাইজান প্রজাতন্ত্রের সাথে তার সংহতিও প্রকাশ করেছে। খবর আনাদলু এজেন্সি।
বিবৃতিতে বলা হয়েছে, আর্মেনিয়া প্রজাতন্ত্রের সামরিক বাহিনীর দ্বারা বারবার উস্কানিমূলক আচরণ ও আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছে ওআইসি এবং আজারবাইজান প্রজাতন্ত্রের সাথে তার সংহতি প্রকাশ করছে।
দু’দেশের মধ্যকার দ্বন্দ্বকে রাজনৈতিকভাবে সমাধান করার আহ্বানও জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন ও আর্মেনিয়ার আগ্রাসন গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে ওআইসি। আজারবাইজান থেকে আর্মেনিয়ান বাহিনীকে নিঃশর্তে ও সম্পূর্ণরুপে প্রত্যাহার এবং আজারবাইজান প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে দু’দেশের মধ্যে চলমান বিরোধের রাজনৈতিক সমাধানে পৌঁছার জন্য সংলাপের আহ্বান জানাচ্ছে।
ওআইসির জেনারেল সেক্রেটারি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং শহীদদের পরিবারের পাশাপাশি সরকার ও আজারবাইজানের জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে বিবৃতিতে।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর থেকে আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজানের সাধারণদের ওপর হামলা করে। এরপর নাগোরনো ও কারাবাশ অঞ্চলকে যুদ্ধাক্রান্ত এলাকা বলে ঘোষণা করে আজারবাইজান সরকার।
আজারবাইজানের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অঞ্চল নাগর্নো ও কারাবাখ দখলের জন্য আর্মেনিয়া দীর্ঘদিন যাবত চেষ্টা চালাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চার সদস্য ও সাধারণ পরিষদের দুই সদস্যসহ আন্তর্জাতিক অনেক সংগঠন ইতিমধ্যে দখলদার সেনাবাহিনী প্রত্যাহারের দাবী জানিয়েছে।
The post আজারবাইজানের সঙ্গে সংহতি প্রকাশ ওআইসির appeared first on Fateh24.
source https://fateh24.com/%e0%a6%86%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b9%e0%a6%a4%e0%a6%bf/
No comments:
Post a Comment